প্লাষ্টার এস্টিমেট


প্লাষ্টার এস্টিমেট

=================================
আমরা বাস্তবে তিন প্রকার প্লাষ্টার করে থাকি
.
১.সিলিং ও ঢালায় সার্ফেস= ০.৫০"
২.রাহিরের ওয়াল ০.৭৫"
৩.ভিতরের ওয়াল ১.০০"

 ১৫০০ বর্গফুটের প্লাষ্টার এস্টিমেট
_========================
প্লাষ্টারের পুরুত্ব = ০.৭৫"
অনুপাত (১:৪)
প্লাষ্টারের ভেজা মসলার পরিমান
= ১৫০০x(০.৭৫÷১২)
= ৯৩.৭৫ ঘনফুট
শুকনা মসলার পরিমান = ৯৩.৭৫x১.৫
= ১৪০.৬৩
অনুপাতের যোগফল = (১+৪)=৫

সিমেন্ট = (১৪০.৬৩x১÷৫)÷১.২৫
= ২২.৫০ ব্যাগ

বালি = (১৪০.৬৩x৪÷৫)
= ১১২.৫০ ঘনফুট



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
২৭ আগস্ট, ২০১৯ এ ১:২২ PM

আমি যতদূর জানি, প্লাস্টার কাজে শুকনা মসলার আয়তন ধরা হয় 1.33 কিন্তু আপনি লিখেছেন 1.5 সাধারণত 1.5 আরসিসি কাজে ধরা হয় এবং গাঁথুনীর কাজে .33 ধরে হিসাব করা হয়।
আমি সঠিক কিনা একটু জানাবেন প্লিজ।

Reply
avatar
২১ ফেব্রুয়ারী, ২০২৩ এ ১০:৫৫ AM

ভাই ফুটের হিসাবে, সিমেন্ট ০.৮ ধরতে হবে কি
না, জানায়েন প্লিজ, আপনি ১.২৫ ধরেছেন

Reply
avatar