MES এর মুক্তিযোদ্ধা কোটার একজন প্রার্থীর ভাইভার প্রশ্ন ও উত্তর

1. এম এ জি ওসমানির কবর কোন জেলায় ?
     সিলেট জেলায়।
2. মুক্তিযোদ্ধা দিবস কত তারিখ ?
     1 ডিসেম্বর।
3. সিমেন্টে জিপসাম কত পরিমানে থাকে ?
    2.5 থেকে 3%।
4. রডের নিরাপত্তা সহগ কত ধরা হয় ?
     2.5 ধরা হয়।
5. মাটির এ্যাঙ্গেল অব রিপোজ কত ?
     33° থেকে 42°।
6. ইট কত প্রকার ?
    5 প্রকার।
7. স্পাইরাল কলাম ভার বহন করে টাইড কলামের ?
     15% বেশি।
8. শর্টস্প্যানের লোড কত ?
   wS/3     kg/m.
9. মেজর ব্রীজ কি ?
   30 m এর বেশি লম্বা।
10. কংক্রিটের পানিতে কতটুকু লবণ গ্রহনযোগ্য ?
     শতকরা 3.5% ।
11. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে ঢাবি কর্তৃপক্ষ বহিস্কার করে, কত টাকা জরিমানা না দেওয়ার জন্য, এবং কত তারিখে পুনরায় তার ছাত্রত্বপদ ফিরিয়ে দেয় ?
    1949 সালে 15 টাকা জরিমানার কারনে, এবং 14 আগস্ট 2010 সালে পুনরায় ছাত্রত্ব পদ ফিরে পায়।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট