পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং

ইংরেজীতে স্কাইস্ক্র্যাপার বলে একটা কথা আছে। এ কথাটার মানে হচ্ছে আকাশছোঁয়া বিল্ডিং । আজকে আমরা কথা বলবো এরকমই কিছু স্কাইস্ক্র্যাপার নিয়ে।

বুর্জ খলিফা- দুবাই

১৫০ কোটি ডলার ব্যয়ে নির্মিত বিলাসবহুল হোটেল বুর্জ খলিফা-এর বিল্ডিংটি ১৬২ তলা উঁচু। এ বিল্ডিংয়ের ১৫৮ তলায় রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ। আবুধাবির খলিফার সম্মানে এ বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে।

আবরাজ আল-বাইত ক্লক টাওয়ার- মক্কা

কাবা শরিফের দক্ষিণ গেটের কাছাকাছি ৭টি বিশাল টাওয়ারের সমন্বয়ে নির্মিত আবরাজ আল বাইত কমপ্লেক্সের মাঝে তৈরি করা হয়েছে রয়েল মক্কা ক্লক টাওয়ার। এ টাওয়ারের ওপর বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ঘড়ি ‘মক্কা ঘড়ি’। আবরাজ আল-বাইত ক্লক টাওয়ারটি ১২০ তলা উঁচু। এটি তৈরী করা হয় ২০১৫ সালে।

তাইপে ১০১-তাইওয়ান



‘বুর্জ খলিফা’-এর আগে তাইওয়ানের তাইপে ফিনান্সিয়াল সেন্টার বা তাইপে ১০১ তলা ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। ২০০৩ সালে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারকে পরাজিত করে তাইপে-ফিনান্সিয়াল সেন্টার বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা লাভ করেছিল।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট