প্লাস্টারে যে সকল কাজ লক্ষ করতে হয়।
১। দেয়াল পানি দ্বারা ভালোভাবে ভেজানোর পর আস্তরের কাজ শুরু করতে হবে।
২। প্লাস্টার বেশি পুরু হলে হালকা করে দুই বা তিন স্তরে প্লাস্টার লাগানো হয়।
৩। শুকনা দেয়ালে প্লাস্টার করলে তা ফেটে যায়। তাই দেয়াল ভিজিয়ে নিতে হবে।
৪। প্লাস্টার শেষ হলে সেক করতে হয় ,চেক করার নিয়ম হলো ,গজ দ্বারা ,ওটার লেভেল দ্বারা ,তবে সব চেয়ে ভালো পদ্ধতি হলো লাইটিং পদ্ধতি।
৫। প্লাস্টার লাগানোর ১৮ ঘণ্টা পর থেকে ৭ দিন কুড়িরং করতে হবে।
৬। নখ ফুটালে বালু বেরিয়ে আসলে বুজতে হবে কুড়িরং ভালো ভাবে হয়নি
৭। মজবুত প্লাস্টারের জন্য ভালো ভাবে কুড়িরং করতে হবে
১। দেয়াল পানি দ্বারা ভালোভাবে ভেজানোর পর আস্তরের কাজ শুরু করতে হবে।
২। প্লাস্টার বেশি পুরু হলে হালকা করে দুই বা তিন স্তরে প্লাস্টার লাগানো হয়।
৩। শুকনা দেয়ালে প্লাস্টার করলে তা ফেটে যায়। তাই দেয়াল ভিজিয়ে নিতে হবে।
৪। প্লাস্টার শেষ হলে সেক করতে হয় ,চেক করার নিয়ম হলো ,গজ দ্বারা ,ওটার লেভেল দ্বারা ,তবে সব চেয়ে ভালো পদ্ধতি হলো লাইটিং পদ্ধতি।
৫। প্লাস্টার লাগানোর ১৮ ঘণ্টা পর থেকে ৭ দিন কুড়িরং করতে হবে।
৬। নখ ফুটালে বালু বেরিয়ে আসলে বুজতে হবে কুড়িরং ভালো ভাবে হয়নি
৭। মজবুত প্লাস্টারের জন্য ভালো ভাবে কুড়িরং করতে হবে