কনস্ট্রাকশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কনস্ট্রাকশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নতুন বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে করণীয়:

নতুন বিল্ডিং  নির্মাণ করার ক্ষেত্রে করণীয়:
নতুন বিল্ডিং  নির্মাণ করার ক্ষেত্রে করণীয়: .................................................................................... ১। যে কোন বিল্ডিং-এর নকশা তৈরি করার পূর্বেই স্ট্রাকচারাল নকশার বিধিগুলোর অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে সঠিক স্ট্রাকচারাল নকশা না হলে ভূমিকম্পরোধক বিল্ডিং হবে না। . ২। বিল্ডিং ডিজাইনের আগেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মাটির গুনাগুণ বিশ্লেষণ ও মাটির ধারণক্ষমতা নির্ভুলভাবে...

সাইট ইঞ্জিনিয়ার দের প্রয়োজনীয় কিছু স্ট্রাকচারাল ধারনা

সাইট ইঞ্জিনিয়ার দের প্রয়োজনীয়  কিছু স্ট্রাকচারাল ধারনা
একজন Site ইঞ্জিনিয়ারকে অনেক স্ট্রাকচারাল বিষয়ে ধারনা রাখতে হয়।  তেমনই  স্ট্রাকচারাল কিছু বিষয় শেয়ার করা হলো। কোন ইনফরমেশন সম্পর্কে মতামত থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন। ▶️ Shear Key in Column: ======================= ডিজাইনে মূলত দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখা হয় ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে...

কলাম কিকার কি ?

কলাম কিকার কি ?
কলাম কিকার কি   ? --------------------------------------------- #কিকারঃ ফুটিং,স্ল্যাব ও বিমের উপর একটি কলাম রেডি করার পূর্বে তার নিচে স্বল্প উচ্চতার যে কলামটি ঢালাই করা হয়,তাকে কিকার বলে। >> মূলত কলাম এর পজিশন,এলাইনমেন্ট,ফর্মওয়ার্ক ঠিক রাখার জন্য কিকার তৈরি করা হয়। >> কাঠ/স্টিলের সাটারের সাথে ফর্মওয়ার্ক তৈরী করা হয়। >> কিকারের উচ্চতা 3"-4" হয়।তবে স্টিল সাটার...

কংক্রিটের স্লাম্প টেস্ট কি?

কংক্রিটের স্লাম্প টেস্ট কি?
কংক্রিটের স্লাম্প টেস্ট কি? ============================== কংক্রিট এর মধ্য ধারাবাহিকতা বা সমসত্ত্বতা যাচাই এর জন্য এই পরীক্ষা করা হয়।এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় যে, কংক্রিট এর কার্যউপযোগীতা কতটুকু। স্ল্যাম্প এর পরিমান অবশ্যই নির্ধারিত সীমার মধ্যে থাকবে। স্ল্যাম্প পরীক্ষায় ব্যবহুত প্রয়োজনীয় যন্ত্রপাতি: স্ল্যাম্প কৌণ (উপরের ব্যাস ১০০ মি:মি: x নিচের ব্যাস ২০০ মি:মি: x উচ্চতা ৩০০ মি:মি: ) ছোট...

সাইটে অপচয় রোধে করণীয়

সাইটে অপচয় রোধে করণীয়
সাইটে অপচয় রোধে করণীয় *সিভিল ইঞ্জিনিয়ার দের জন্যে খুবই ইম্পরট্যান্ট >> ------------------------------------------------------------------------------- 1.সাইটে ড্রয়িং ও ডিজাইনের ভিত্তিতে কাজ করতে হবে। 2.সঠিক ভাবে মালামাল রিসিভ ও issue করতে হবে। 3.কাজের শেষে মালামাল গুলি সঠিক স্থানে গুছিয়ে রাখতে হবে। 4.স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করতে হবে। 5.ব্রিক ওয়াল ও প্লাস্টারের স্থান অবশ্যই...

কনক্রিট সিলিন্ডার প্রস্তুতি ও বুয়েটে টেস্ট

কনক্রিট সিলিন্ডার প্রস্তুতি ও বুয়েটে টেস্ট
কনক্রিট সিলিন্ডার প্রস্তুতি ও বুয়েটে টেস্ট  ১. সিলিন্ডার সাইজঃ --------------------------------- সাধারণত কনক্রীটের কমপ্রেসিভ স্ট্রেংথ পরীক্ষণের জন্য আমরা ৬” X ১২”সিলিন্ডার স্যাম্পল তৈরি করে থাকি। তবে ৪”  X ৮”সিলিন্ডার স্যাম্পলও তৈরি করা যায়, যা ASTM Standard C31/C31M-03 দ্বারা স্বীকৃত। লক্ষনীয় যে, ৪ ” X ৮” কনক্রীট সিলিন্ডার তৈরির সাথে বেশ কিছু উপকারিতা সন্নিহিত।  যেমনঃ �একটি...

ম্যাট ফাউন্ডেশন এর কাজে করনীয়

ম্যাট ফাউন্ডেশন এর কাজে করনীয়
ম্যাট ফাউন্ডেশন এর কাজে করনীয় ---_---------------_-----------_--------------- ম্যাট ফুটিং: যখন একটি কম্বাইন্ড ফুটিং কাঠামোর নিন্মস্থ সকল ক্ষেত্রফলকে আবৃত করে কাঠামোর মূল দেওয়াল বা কলামকে একত্রে সাপোর্ট প্রদান করে তখন তাকে ম্যাট বা র‍্যাফট ফুটিং বলে। ম্যাট ফাউন্ডেশন এর কাজের সময় যেসব জিনিস খেয়াল রাখতে হবে।।। ১. ড্রইং অনুযায়ী নির্দিষ্ট পুরুত্বের C.C. Casting করতে হবে। ২. ৫ থেকে ৭দিন কিউরিং...

কনস্ট্রাকশন কাজে সতর্কতা-না জানলেই নয়

কনস্ট্রাকশন কাজে সতর্কতা-না জানলেই নয়
কনস্ট্রাকশন কাজে কিছু নিয়ম সঠিক ভাবে পালন করতে হয় 1. বালি ব্যবহারের পূর্বে ধুয়ে ছেঁকে নিতে হবে। 2. খোয়া ব্যবহারের পূর্বে ভালভাবে ভিজিয়ে নিতে হবে। 3. পানি, সিমেন্ট, বালি ও খোয়া/পাথরের মিশ্রণের অনুপাত ঠিক রাখতে হবে। 4. প্লাস্টারিং কখনো 1.5" এর বেশী হওয়া উচিত নয়। 5. প্লাস্টারিং-এর পূর্বে ইটগুলোর গা থেকে ময়লা পরিস্কার করে নিতে হবে। 6. যে যে স্থানে প্লাস্টারিং করা হবে, উক্ত স্থান ভালভাবে...

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত
পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত  ১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ। ২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে। ৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়। ৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে। ৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়,...

Retrofitting কি?

Retrofitting কি?
Retrofitting  হচ্ছে নির্মিত স্ট্রাকচার এর ক্যাপাসিটি বাড়ানো। সাধারনত পুরনো স্ট্রাকচার যা লোড নিতে পারছেনা বা ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ   এরকম বিল্ডিং এ রেট্রোফিটিং করা হয়। Option of Retrofittting বর্তমানে স্ট্রাকচার এর স্ট্রেন্থ বাড়ানোর জন্যে FRP  ব্যাপক ভাবে ব্যাবহার করা হচ্ছে। FRP-Fiber Reinforced Polymer.... ৩ ধরনের FRP রেট্রোফিটিং প্রচলিত 1.CFRP- CARBON Fiber Reinforced...

বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি

বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি
প্রথমে কি কি ডায়ার পাইপ লাগে সাধারন্ত ইলেকট্রিক কাজে ১.২৫" ১" ০.৭৫" ০.৫০" ডায়ার পাইপ ব্যবহার হয়ে থাকে১.২৫" পাইপ ভাটিক্যাল লাইনে১"/০.৭৫" পাইপ ছাদে০.৭৫" পাইপ ওয়ালে০.৫০" পাইপ সিলিং যদি কেটে পয়েন্ট সরানো লাগে তখন এবং টাইলসের নীচ দিয়ে কোন লাইন নেওয়া লাগলে যেমন ডিস টেলিফোন লাইনে ০.৫০" ব্যবহার হয়।এবার এমকে স্টীল বক্স৩ গ্যাং২ গ্যাং১ গ্যাংস্টীল বক্স ব্যবহার করে থাকিএবার তার৯৫ আরএম৭০ আরএম৫০ আরএম...............১৬...

Why Crank Bars Are Provided In Slab

Why Crank Bars Are Provided In Slab
📌📌 Different shape of bent up bars and cranks are provided in the slab and other structural members. 📌📌 Bars are bent near the supports normally at an angle of 45°. The angle bent may also be 30° in shallow beams where the (effective depth < 1.5 breadth). ▶️▶️ When bent up bars are provided, the strength and deformation capacity of slabs with bent up bars compared to...

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ 1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি। 2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি 3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি। 4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি। 5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি। 6. এক বর্গমিটার সোলিং...

প্লাস্টারে যে সকল কাজ লক্ষ করতে হয়।

প্লাস্টারে যে সকল কাজ লক্ষ করতে হয়।
প্লাস্টারে যে সকল কাজ লক্ষ করতে হয়। ১। দেয়াল পানি দ্বারা ভালোভাবে ভেজানোর পর আস্তরের কাজ শুরু করতে হবে। ২। প্লাস্টার বেশি পুরু হলে হালকা করে দুই বা তিন স্তরে প্লাস্টার লাগানো হয়। ৩। শুকনা দেয়ালে প্লাস্টার করলে তা ফেটে যায়। তাই দেয়াল ভিজিয়ে নিতে হবে। ৪। প্লাস্টার  শেষ হলে সেক করতে হয় ,চেক করার নিয়ম হলো ,গজ দ্বারা ,ওটার লেভেল দ্বারা ,তবে সব চেয়ে ভালো পদ্ধতি হলো লাইটিং পদ্ধতি। ৫। প্লাস্টার...

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর
পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর: ০১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে? উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে। ০২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি? উ: ট্রিমি পাইপ ০৩। ট্রিমি পাইপের ডায়া কত? উ: ৬" থেকে ৭" ০৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে? উ: কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে। ০৫। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে...

বিল্ডিং এর কলাম ঢালাই করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়।

বিল্ডিং এর কলাম ঢালাই করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়।
লাখ টাকা খরচ কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন, কিন্তু কাজ করার পূর্বে কি কি বিষয় লক্ষ রাখা উচিৎ তা কি জানেন ???? বিল্ডিং এর কলাম ঢালাই করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়। আগে বলে রাখি আমার বাংলা টাইপিং ভাল নয়। তাই কোন প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করি সববাই ভাল আছেন। টেকটিউনসএ এটা আমার ৭ নাম্বার টিউন। টাইটেল দেখেইত মনে হয় বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা কররা...

ভিত্তি সম্পর্কে কিছু তথ্য

ভিত্তি সম্পর্কে কিছু তথ্য
কাজের ভিন্নতার উপর নির্ভর করে এই ভিত্তির কিছু প্রকারভেদ রয়েছে । যার সংগাসহ এখানে দেয়া হলো প্রথমেই চারটি অগভীর ভিত্তিঃ ১। স্প্রেড ফুটিং ঃ কাঠামোর বেইজকে ধাপে ধাপে চওড়া করে কাঠামোর লোডকে অনেকখানি এলাকাজুড়ে ছড়িয়ে দেবার জন্য যে ভিত্তি ব্যবহার করা হয়, তাই স্প্রেড ফুটিং । ২। কম্বাইন্ড ফুটিং ঃ যখন দুই বা ততোধিক কলাম দ্বারা একটি স্প্রেড ফুটিংকে সাপোর্ট দেয়া হয়, তখন তাকে কম্বাইন্ড ফুটিং বলে । মনে...

ছোট আকারের ইট ব্যবহারের ফলে কি কি ধরনের সমস্যা এবং আর্থিক ক্ষতি হতে পারে দেখুন.

ছোট আকারের ইট ব্যবহারের ফলে কি কি ধরনের সমস্যা এবং আর্থিক ক্ষতি হতে পারে দেখুন.
১। গাঁথনী সমান হয় না, ফলে গাঁথনীর সময় একপাশ মেলালে আরেক পাশ মিলে না, ২। ইটের আকার ঠিক না থাকায় সব জোড়া মাঝখানে পড়েনা , ৩। গাঁথনীর শল মিলাতে গিয়ে অতিরিক্ত মসলার ব্যবহার করতে হয় , ইটের ক্ষেত্রে টাকা বাঁচাতে গিয়ে সিমেন্ট বালুতে তার চেয়ে বেশী টাকা ব্যয় হয় , ৪। প্রচুর ইটের অপচয় হয় ৫। বেছে বেছে ব্যবহার করতে গিয়ে মিস্ত্রিদের সময় বেশী লাগে, ফলে মিস্ত্রি খরচ বেড়ে যায় । ৬। কাজ চলাকালীন সময় ক্রেতা সাইট...

সিঁড়ি সম্পর্কে কিছু তথ্য

সিঁড়ি সম্পর্কে কিছু তথ্য
সিড়ি  নিয়ে বিস্তারিত জানুন >>>>সিড়ির চওড়া সিড়ির প্রস্থ কমপক্ষে ৭৫ সেন্টিমিটার হওয়া  >>>>ব্যবহারকারির সংখ্যা ১০ এর বেশি হয় সেই ক্ষেত্র ৯৫ সেন্টিমিটার। দুই বা এর অধিক পরিবার হলে ১০০ সেন্টিমিটার এবং একাধিক পরিবার এবং ১০ এর অধিক ব্যবহারকারি হলে ১২৫ সেন্টিমিটার হওয়া উচিৎ। >>>>হোটেল, অফিস, সিনেমা ইত্যাদি পাবলিক জায়গা সমুহতে এর চওড়া হবে ১৫০ সেন্টিমিটার।...