ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় -(শর্ট কাট পদ্ধতি )
খুবই সাধারন ও সহজ নিয়ম, সবার জানা থাকা দরকার ,আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ??????
.
তাহলে আপনাকে প্রায়শ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়,যেমন ধরুন.......
কেউ হঠাৎ জিগেস করলো- আচ্ছা ভাই আমার বিল্ডিং টা এত স্কয়ার ফুট এর , তো কি পরিমান রড লাগতে পারে ছাদ ঢালাই এ ????
.
তৎক্ষণাৎ আপনি ডিজাইন করে বা ড্রয়িং দেখে লম্বা ক্যালকুলেশন করে বলা সম্ভব না , বরং আপনাকে তখনি উত্তর দিতে হবে।।
তাহলে কি করবেন তখন ??????
.
তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি পদ্ধতি যার মাধ্যমে সহজেই ছাদের স্টিলের পরিমান বলে দিতে পারবেন এক মিনিটে ।
ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় (Thumb Rule)
--------------------------------------------------------
মনেকরি,
ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুট
পুরত্ব =৫ ইঞ্চি
ধরা যায়,
ছাদে মোট কংক্রিটের ১% - ২% রড/স্টিল প্রয়জন হয় !!
এখানে ,আমরা ধরে নিলাম= ১.৫ %
.
সূত্র হচ্ছে,
ছাদে স্টিল/রডের পরিমাণ=ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক
.
সুতরাং আমরা পাই,
ছাদে স্টিল/রডের পরিমাণ=১০০০×(৫÷১২)×(১.৫÷১০০)×২২২
=১৩৮৭.৫০ কেজি
#নোট
এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে...
লোহার একক ওজন 222 kg/cft
.
সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে স্টিল প্রয়োজন প্রায় ১৪০০ কেজি.
#বিদ্রঃ এই পদ্ধতি থাম্ব রুল এর নিয়মে করা , সুক্ষ ও আরো সঠিক হিসাবের জন্য ড্রয়িং থেকে বিস্তারিত এস্টিমেট করতে হবে ।
লেখকঃ Admin
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
একটি প্রজেক্ট এর গ্রেড বীমের আর.সি.সি কাজের হিসাব গ্রেড বীমঃ- ফুটিং এর পিলার এর উপর ভুমির সমান্তরাল করে যে বীম ঢালাই করা হয় তাকে গ্রেড বীম বলে। গ্
ইমার্জেন্সি এস্টিমেট অনেক সময় হয়ত ইমার্জেন্সি তে এস্টিমেট করা লাগতে পারে, হয়ত সাইটে লেবার রা আপনার কাছে হুট করে জিগ
ছোট আকারের ইট ব্যবহারের ফলে কি কি ধরনের সমস্যা এবং আর্থিক ক্ষতি হতে পারে দেখুন. ১। গাঁথনী সমান হয় না, ফলে গাঁথনীর সময় একপাশ মেলালে আরেক পাশ মিলে না, ২। ইটের আকার ঠিক না থাকায়
রাস্তা নিয়ে বিস্তারিত 🚧 🚧 🚧 🚧 🚧 রাস্তা নিয়ে বিস্তারিত 🚧 🚧 🚧 🚧 🚧 ১. রাস্তা নিয়ে সব ধরনের তথ্য ২.রাস্তায় বিভ
ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় শর্ট কাট পদ্ধতি ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় -(শর্ট কাট পদ্ধতি ) খুবই সাধারন ও সহজ নিয়ম, সবার জানা থাকা দরকা
এষ্টিমেট সম্পর্কিত কথা প্রস্তাবিত প্রকল্পের এষ্টিমেট করা বেশ জটিল, করব এখানে অনেক বিষয় জড়িত থাকে। সঠিক পর্যালোচ
পরবর্তী পোষ্ট
বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি
বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
এখানে পুরুত্ব কি রোটের ফাক
Replyvai apnake onk dhonnobad
Reply