অনেক সময় হয়ত ইমার্জেন্সি তে এস্টিমেট করা লাগতে পারে, হয়ত সাইটে লেবার রা আপনার কাছে হুট করে জিগাস করল "স্যার আর কয় লোড মসলা বানাবো"।
এই অবস্থাতেই আপনাকে একটা গ্রহনযোগ্য হিসাব দিতে হবে ????
সেটার জন্যে আবার একদম খাতা কলম নিয়ে ঘন্টা ধরে হিসাব করতে গেলে সমস্যা ,দেখা যাবে আপনি হিসাব করতে করতে কাজ ই শেষ । তাই সল্প সময়ে ,শর্ট-কাটে ও নির্ভুল ভাবে হিসাব করতে হবে।
#যে জিনিস গুলো খেয়াল রাখতে হবে....
>কিসের...
ইষ্টিমিটিং এন্ড কষ্টিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইষ্টিমিটিং এন্ড কষ্টিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় শর্ট কাট পদ্ধতি
ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় -(শর্ট কাট পদ্ধতি )
খুবই সাধারন ও সহজ নিয়ম, সবার জানা থাকা দরকার ,আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ??????
.
তাহলে আপনাকে প্রায়শ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়,যেমন ধরুন.......
কেউ হঠাৎ জিগেস করলো- আচ্ছা ভাই আমার বিল্ডিং টা এত স্কয়ার ফুট এর , তো কি পরিমান রড লাগতে পারে ছাদ ঢালাই এ ????
.
তৎক্ষণাৎ আপনি ডিজাইন করে বা ড্রয়িং দেখে লম্বা ক্যালকুলেশন করে বলা সম্ভব না , বরং...
২০" ডায়া পাইলের ইনফরম্যাশন ও এষ্টিমেট
২০" ডায়া পাইলের ইনফরম্যাশন ও এষ্টিমেট
পাইলের দৈর্ঘ্য = ৬০'-০"
পাইলের ডায়া = ২০"
পাইল কাভারিং = ৩"
পাইলের মেন রড = ৮-১৬ মিলি
পাইলের রিং = ১০ মিলি = ০.৩৭৫"
রিং দূরত্ব = ৫" পরপর
কাট অফ লেভেল = ২'-৬"
ঢালায় পরিমান
= [{π(১'-৮")^২}÷৪]x৬০'-০"
= ১৩১.৪২ ঘনফুট
মেন রডের দৈর্ঘ্য
= (৬০'-০")-(৩"x২)+৩'-০" (ল্যাপিং ৩'-০')
= ৬২'-৬"
রিং...
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং...
এষ্টিমেট সম্পর্কিত কথা

প্রস্তাবিত
প্রকল্পের এষ্টিমেট করা বেশ জটিল, করব এখানে অনেক বিষয় জড়িত থাকে। সঠিক
পর্যালোচনা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে ভাল প্রকৌশলী হওয়া যায়।
প্রকল্পের মূল্য নির্ধারণে বিভিন্ন বিভাগ মুখ্য ভূমিকা রাখে। একজন ভাল
এষ্টিমেটর এর এইগুলি সম্পর্কে জানতে হবে এবং সাবধান হতে হবে।
এষ্টিমেট চূড়ান্ত করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে দেয়া হল।
১) অনুরূপ প্রকল্প: একই ধরনের প্রকল্প থেকে ধরণ...
ছোট আকারের ইট ব্যবহারের ফলে কি কি ধরনের সমস্যা এবং আর্থিক ক্ষতি হতে পারে দেখুন.
১। গাঁথনী সমান হয় না, ফলে গাঁথনীর সময় একপাশ মেলালে আরেক পাশ মিলে না, ২। ইটের আকার ঠিক না থাকায় সব জোড়া মাঝখানে পড়েনা , ৩। গাঁথনীর শল মিলাতে গিয়ে অতিরিক্ত মসলার
ব্যবহার করতে হয় ,
ইটের ক্ষেত্রে টাকা বাঁচাতে গিয়ে সিমেন্ট বালুতে তার চেয়ে বেশী টাকা ব্যয় হয় ,
৪। প্রচুর ইটের অপচয় হয়
৫। বেছে বেছে ব্যবহার করতে গিয়ে মিস্ত্রিদের সময় বেশী লাগে,
ফলে মিস্ত্রি খরচ বেড়ে যায় ।
৬। কাজ চলাকালীন সময় ক্রেতা সাইট...
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)