ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ারিংএর CGPA গ্রেডিং পদ্ধতি

ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ারিংএর CGPA গ্রেডিং পদ্ধতি
ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ারিং
এর CGPA গ্রেডিং পদ্ধতি জেনে
রাখুন,,,,
1. 80-100 = (A+) = 4.00 = 1st class
2. 75 below80 = (A) =3.75 =1st class
3. 70 below75 = (A-) = 3.50 = 1st class
4. 65 below70 = (B+) = 3.25 =1st class
5. 60 below65 = (B) = 3.00 = 1st class
6. 55 below60 =(B-)= 2.75 = 2 ndclass
7. 50 below55 = (C+) = 2.50 =2nd class
8. 45 below50 = (C) = 2.25 = 2nd class
9. 40 below45 = (D) = 2.00 = 3rd class
10. below 40 = (F) = 0.00 =Fail

MES এর মুক্তিযোদ্ধা কোটার একজন প্রার্থীর ভাইভার প্রশ্ন ও উত্তর

MES এর মুক্তিযোদ্ধা কোটার একজন প্রার্থীর ভাইভার প্রশ্ন ও উত্তর

1. এম এ জি ওসমানির কবর কোন জেলায় ?
     সিলেট জেলায়।
2. মুক্তিযোদ্ধা দিবস কত তারিখ ?
     1 ডিসেম্বর।
3. সিমেন্টে জিপসাম কত পরিমানে থাকে ?
    2.5 থেকে 3%।
4. রডের নিরাপত্তা সহগ কত ধরা হয় ?
     2.5 ধরা হয়।
5. মাটির এ্যাঙ্গেল অব রিপোজ কত ?
     33° থেকে 42°।
6. ইট কত প্রকার ?
    5 প্রকার।
7. স্পাইরাল কলাম ভার বহন করে টাইড কলামের ?
     15% বেশি।
8. শর্টস্প্যানের লোড কত ?
   wS/3     kg/m.
9. মেজর ব্রীজ কি ?
   30 m এর বেশি লম্বা।
10. কংক্রিটের পানিতে কতটুকু লবণ গ্রহনযোগ্য ?
     শতকরা 3.5% ।
11. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে ঢাবি কর্তৃপক্ষ বহিস্কার করে, কত টাকা জরিমানা না দেওয়ার জন্য, এবং কত তারিখে পুনরায় তার ছাত্রত্বপদ ফিরিয়ে দেয় ?
    1949 সালে 15 টাকা জরিমানার কারনে, এবং 14 আগস্ট 2010 সালে পুনরায় ছাত্রত্ব পদ ফিরে পায়।

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর:

০১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার
করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
০২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয়
তার নাম কি?
উ: ট্রিমি পাইপ
০৩। ট্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
০৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ: কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে
কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে
হবে।
০৫। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের
মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ: প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২'
উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার
তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার
পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে
ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে
হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০
মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে
লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং
পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
০৬। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার
করা হয় এবং অনুপাত কত?
উ: পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/
singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার
অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
০৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে
কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে
ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ
১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
০৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু
দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের
ডিসট্যান্স মিনিমাম ১০' হতে হবে ।
০৯। একদিনে একটি মেশিনে সাধারণত
কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে
হলে দুইটা করা যেতে পারে।
১০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি
বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার
নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের
ভারবহন ক্ষমতা বলে।
(সংগ্রহিত)

Autocad এর Shortcut command গুলো জেনে নিন (যারা জানেন না তাদের জন্য)

Autocad এর Shortcut command গুলো জেনে নিন (যারা জানেন না তাদের জন্য)
আসসালামু আলাইকুম,সবাই কেমন আসেন । আশা করি সবাই ভাল আসেন । বেশি কথা না বলে কাজের কথা শুরু করি যাক ।
Line command---L
Earse command---E
Zoom command---Z
Rectangle command---REC
Explode command---X
Trim command---TR
Extend command---EX
Undo command---U
Arc command---A
Polyline command---PL
Hatch command---H
Offest command---O
Cinter of Circles command---CEN
Stretch command---s
Layer command---LA
Circal command---c
Break command---BR
Donut command---Do
Elapse command---El
Scale command---Sc
Fillet command---F
Chamfer command---CHA
Move command---M
Array command---AR
Mirror command---MI
Measure command---ME
Divide command---Div
Match propertich---Ma
O Snap command---OS
Save command---S
Block command---B
Distance command---DI
Color command---IAO
Rotate command---RO
Option----------Op
Multi Line Option –MLEDIT
Quick Dim command---Qdim
Propertics Of Draw-Ch
Soild command---So
Insert command---I
Text Style command---ST
Create Text command---DT
Regen command(Clear The Draw)---RE
Copy command---CO
Fill command---FILL
Line Weight command---LW
Line Type command---LT
Construction Line---XL
Multi Line---ML
Trim all line command---EXTRIM
Thick one Line command---PE
Thick All Line command---Mpedit
ModiFy command---MO
Linear Dim command---DLI
Slope Dim command---DAL
Angular Dim command---DAN
Diameter Dim command---DDI
Radius Dim command---DRA
Fill Soilds command---FILL

আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার ? কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ? তাহলে এক নজরে দেখে নিন যে সফটওয়্যার গুলো সম্পর্কে আপনার ধারনা থাকা আবশ্যক

আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার ? কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ? তাহলে এক নজরে দেখে নিন যে সফটওয়্যার গুলো সম্পর্কে আপনার ধারনা থাকা আবশ্যক
আসসালামু আলাইকুম ।
Civil Engineering ( পুরকৌশল ) প্রকৌশলবিদ্যার অন্যতম শাখা।সঙ্গত কারনেই সারা পৃথিবীর প্রকৌশল বিদ্যায় আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই শাখাটি। স্বপ্ন যাদের দেশ গড়ার তাদের জন্যই পুরকৌশল।চাহিদারকথা বলতে গেলে বলতে হয় কিছু কিছু বিষয়ের চাহিদা সেই প্রাচীন কালেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পুরকৌশল তেমনি একটি বিষয়।
অনেকের ধারনা এই বিষয় পড়লে ঘুষ খেতে হয় কিংবা এই প্রকৌশলীদের বেতন নাই। কিন্তু ভাল মন্দ সম্পূর্ণ নিজের কাছে। কেউ যদি দুর্নীতি করতে চায়, যে কোন জায়গা থেকেই তা করতে পারে। ভাল থাকতে চাইলে যে কোন জায়গাতেই ভাল থাকা সম্ভব। আর বেতনের কথা বলা যায় skill থাকলে এই বিষয়ে যত উপরে যাওয়া যায়, অন্য কোন বিষয়ে তা সম্ভব না, তা দেশেই হক আর বিদেশেই হোক।তবে তার মানে এই নয় যে সবাই high salary র job পাবে, এজন্য  সেই পর্যায়ের skill develop করতে হবে।
প্রফেশনাল স্কিল বাড়াতে হলে আপনাকে অবশ্যই বেশ কিছু সফটওয়্যার সম্পর্কে ধারনা থাকতে হবে , কারন দ্রুত ও নির্ভুল ভাবে কাজ করার জন্য সফটওয়্যারের বিকল্প নেই । তাহলে চলুন এক নজরে দেখে নেই কোন কোন ক্ষেত্রে কি সফটওয়্যার সম্পর্কে জানতে হবেঃ

বিল্ডিং এর কলাম ঢালাই করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়।

বিল্ডিং এর কলাম ঢালাই করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়।
লাখ টাকা খরচ কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন, কিন্তু কাজ করার পূর্বে কি কি বিষয় লক্ষ রাখা উচিৎ তা কি জানেন ????
বিল্ডিং এর কলাম ঢালাই করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়।
আগে বলে রাখি আমার বাংলা টাইপিং ভাল নয়। তাই কোন প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন।
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করি সববাই ভাল আছেন। টেকটিউনসএ এটা আমার ৭ নাম্বার টিউন।
টাইটেল দেখেইত মনে হয় বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা কররা হবে।তাহলে বেশি কথা না বললে কাজের কথায় আসি।
আজ আমি আপনাদের সাথে সে ব্যাপার টা নিয়ে আলোচনা করবো তা একটু ভিন্ন রকম।
আপনি লাখ টাকা খরচ কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন কিন্তু কিছু দিন পরে দেখতেছেন আপনার মাথার উপরে
যে ছাদ টা আছে তার বিতর থেকে পানি পড়ছে। এতো কষ্টের টাকা দিয়ে যখন বাড়ি টা তৈরি করলেন আর ৫ বছর
না যেতে এই অবস্থা। তখন হয় তো আপনার কাছে ভালো লাগবে না।
তখন আপনার মনে হবে যে আপনি যে ইঞ্জিনিয়ার এর মাধ্যমে কাজ টা করিছেন সে হয় তো কিছু ভুল করসে, এই রকম
অনেক কিছু আপানর মনে আসতে পারে।
তাই এই সব কাজ করার সময় নিজে থেকে কাজ গুলা দেখে নিবেন এবং বুঝে নিবেন।
# আপনি যদি আপনার বাড়ি তৈরি/ডিজাইন করার জন্য কোন ইঞ্জিনিয়ার নিয়োগ করেন/করার চিন্তা কোরে থাকেন তা হলে
তাকে নিয়োগ এর পূর্বে সে কাজ পারে কিনা এই সব ব্যাপার জেনে সুনে তার পরে তাকে কাজ করানোর জন্য নিবেন।
আপনার স্বপ্নের বাড়ির কলাম ঢালাই করার পূর্বে যে বেপার গুলা আপনাকে লক্ষ রাখতে হবেঃ
আমি ডালাই এর পূর্বে কি কি কাজ করা লাগবে সেই ব্যাপার গুলা একটি ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করসি।
ভিডিও লিংকঃ বিল্ডিং এর কলাম ঢালাই করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়। (বাংলা ভিডিও টিউটরিয়াল) ২০১৫
বিল্ডিং এর কলাম ঢালাই এর ক্ষেত্রে দেখা কলাম সম্পূর্ণ ঢালাই না করে ৫' করে ঢালাই করা হয়।
কেন করা হয় তার কি প্রয়োজনীয়তা আপনাদের কাছে তুলে ধরা হল।
কলাম এর পাশে ক্লিয়ার কভার হয় সাধারণত ১.৫" আর এই কভারিং যদি ঠিক ভাবে না রাখা হয়
তাহলে কলামের রডে মরিচা আক্রমন করতে পারে যা কলামের জন্য অত্যন্ত ক্ষতিকর।
আর এই ক্লিয়ার কভার তখনই ঠিক ভাবে রাখা সম্ভব যকন কলামকে ছোটপরিসরে
অর্থাৎ ৫' করে ঢালাই করা হবে। এছাড়াও কলামের উলস্ব মাপ ঠিক রাকার জন্য ৫' করে ঢালাই করা হয়,,,,
বিল্ডিং এর বেইজ ডিজাইন করার আগে
অবশ্যই বিল্ডিং এ আগত লোড সম্পর্কে অবগত হতে হয়।
যেসব লোডগুলো অবশ্যই হিসাব করা উচিত,
সেগুলো নিয়েই আজকের আলোচনাঃ
১। ডেড লোডঃ কাঠামোর উপর স্থায়ীভাবে চাপানো লোডই হলো ডেড লোড।
যেমন- ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি।
কাঠামো, মালামালের আকার-আকৃতির মাধ্যমে এ লোডের হিসাব করা হয়।
২। লাইভ লোডঃ কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডই হলো সচল লোড। যেমন- লোকজন, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি।
সঠিকভাবে এ লোডের হিসাব করা কঠিন।
তাই বিল্ডিং কোড অনুযায়ী এসব লোড হিসাব করা হয়।
৩। উইন্ড লোডঃ কাঠামোর বাইরের পৃষ্ঠে ঝড়, বাতাস ইত্যাদির কারনে
উদ্ভুত লোডই, উইন্ড লোড।
কাঠামোর যেদিকে বাতাস লাগে, সেদিকে ভিত্তির উপর চাপ কমে যায়
এবং অপরদিকে চাপ বেড়ে যায়।
এ লোডও বিল্ডিং কোড অনুযায়ী হিসাব করা হয়।
৪। মাটির চাপঃ কাঠামোর উপর মাটি কর্তৃক প্রদত্ত চাপকেই মাটির চাপ বলে।
র‌্যানকিনের সূত্র অনুযায়ী এ চাপ হিসাব করা হয়।
৫। পানির চাপঃ যখন কোন ভিত্তি পানি তলের নিচে অবস্থিত থাকে,
তখন পানি ঐ ভিত্তিকে আনুভূমিক ও উর্দ্ধমুখী চাপ প্রয়োগ করে।
এটাই পানির চাপ।
৬। ভূকম্পন লোডঃ ভূ-কম্পন জনিত কারনে সৃষ্ট বল
সাধারনত ভিত্তিতে উলম্ব নিচের দিকে বা
মোচড়ানোভাবে যে কোন দিকে কাজ করে।
ভূ-কম্পন বল বাংলাদেশের জন্য খুবই হুমকি সরূপ।
তাই এটিকে অধিক গুরুত্ব দেয়া উচিত।
৭। তুষার লোডঃ শীত প্রধান দেশে সমতল পৃষ্ঠে বা ছাদে প্রচন্ড বরফ পড়ে।
তাই এসব দেশে এই লোডেরও হিসাব করা হয়।
জানি না টিউন টি আপনাদের কাছে কেমন লাগবে ? যদি ভালো লাগে আমকে জানাবেন।
আর কোন ভুল থাকলে সেটি দরিয়ে দিবেন।
কেমন লাগলো জানাবেন
কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যিই
সবাইকে ধন্যবাদ !